আমার জগৎটাকে রঙে-রেখায়-গানে-লেখায়–কী রকম ভরিয়ে রেখেছেন একজন সত্যজিৎ!

শেয়ার করুন         সত্যজিৎ রায় আমার খুব প্রিয়। সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করতে আমি আর শিশুসাহিত্যিক আলী ইমাম একবার (১৯৮৪ সালে) চলে গিয়েছিলাম যশোর বেনাপোল বর্ডার দিয়ে বনগাঁ পেরিয়ে কলকাতা বিশপ লেফ্রয় রোডের কাঠের সিঁড়িঅলা বিখ্যাত সেই বাড়িতে। যেথায় বসত করেন সত্যজিৎ। আমার প্রিয় সত্যজিৎ। কতো প্রিয়? ভীষণ প্রিয়। কী প্রিয় নয় সত্যজিতের! তাঁর ফিকশন প্রিয়। তাঁর বুক ডিজাইন, লেটারিং, ইলাস্ট্রেশন, প্রচ্ছদ, পোস্টার ডিজাইন প্রিয়। তাঁর ডিরেকশন, মুভি, মিউজিক সব প্রিয়। তাঁর ‘হীরক রাজার দেশে’ সিনেমাটা আমার মুখস্ত আদ্যোপান্ত। ইন্টারল্যুড মিউজিকসহ। সব মিলিয়ে সত্যাজিৎ আমার কতো প্রিয় সেইটা বোঝাতে ম্যাট্রিক পরীক্ষায় ফিরে … Continue reading আমার জগৎটাকে রঙে-রেখায়-গানে-লেখায়–কী রকম ভরিয়ে রেখেছেন একজন সত্যজিৎ!